Image description

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আলোচিত স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মুহাম্মদ মুর্শেদ আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।

জানা যায়, দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জামা দেন। পরে, গত ৪ জানুয়ারি ময়মনসিংহ-১১ ভালুকা আসনের মনোনয়নপত্র বাছাইকালে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে সন্তুষ্ট হতে না পারায় জেলা রিটানিং কর্মকর্তা, জেলা প্রশাসক তার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেন।

পরবর্তীতে আপিল করা হলে নির্বাচন কমিশন মুর্শেদ আলমের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। 

ভালুকা আসনে অন্যান্য প্রার্থীরা হলেন, ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু (বিএনপি), প্রফেসর মো. আনোয়ারুল ইসলাম হোসেন বিদ্যুৎ (গণ অধিকার পরিষদ), ডা. জাহিদুল ইসলাম (এনসিপি), মোস্তফা কামাল কাশেমী (ইসলামী আন্দোলন), ছাইফ উল্যাহ পাঠান ফজলু (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।