Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রারকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায়

অফিস থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর বাজার একজনকে এবং মেহেরচন্ডি কড়াইতলা মোড় থেকে আরেকজনকে আটক করা হয়।

গ্রেপ্তাতরকৃত আ.লীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীব। তাকে মতিহার থানা পুলিশ গ্রেপ্তার করে।তিনি রাজশাহী মহানগরীর ৩০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ছিলেন। বর্তমানে তিনি মতিহার থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

আরেকজন হলেন শের-ই-বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশ। তিনি রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড়ে একটি দলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে তুলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

এবিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এজহারভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা আহসান হাবীব এবং হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে৷ পলাশকে কোর্টে চালান দেওয়া হয়েছে। হানিফের নামে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে বোয়ালিয়া থানাতে হস্তান্তর করা হবে।