Image description

পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমেই তা ফেরত পাঠাতে হবে। অন্যথায় ভোট বাতিল হবে।

সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে বলা হয়েছে, ‘সম্মানিত ভোটারগণকে জানানো যাচ্ছে যে, সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে আপনার পোস্টাল ব্যালট প্রেরণ করুন।

মনে রাখবেন, সকল পোস্টাল ব্যালটে Unique QR Code ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে।’

বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যতিত অন্য কোনো মাধ্যমের মাধ্যমে প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারগণ কর্তৃক গৃহীত হবে না।

এবার প্রথমবারের মতো প্রবাসী, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।