চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা কয়েক দিন ধরেই ছিল উত্তেজনার মুখে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল শওকত আলীর একটি ছবি; যেখানে তিনি অবৈধ অস্ত্র হাতে ধরে আছেন। ছবিটি দেখেই স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়।
স্থানীয়রা জানান, শওকত আলী বিভিন্ন স্থানে অস্ত্রসহ ঘোরাফেরা করতেন। তার এ আচরণ এলাকার সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতার অনুভূতি দেয়। বিষয়টি নজরে আসতেই সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ভোরবেলা অভিযান চালায়। অভিযানে শওকত আলীকে আটক করা হয়, যদিও তার কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন বলেন, শওকত আলীকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের চেষ্টা এখনো চলমান। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।