Image description
 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ফল প্রকাশের ধারাবাহিকতায় ৩১ নম্বর কেন্দ্র, আইন বিভাগের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে। নিজ বিভাগের ভোটকেন্দ্রে শক্ত অবস্থান জানান দিয়েছেন ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৮৯ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২০ ভোট। ফলে নিজ বিভাগে রিয়াজুল ইসলাম ১৬৯ ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫২ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ইভান পেয়েছেন ৯৮ ভোট। এ পদেও শিবির প্রার্থী ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১৬৭ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ১২১ ভোট। এখানে ব্যবধান ৪৬ ভোট।