Image description
রাজধানীতে গ্যাস সংকট চরমে, লিকেজে পানি ঢোকায় মেরামতের কাজ করছে তিতাস

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত করার সময় পাইপের ভেতরে পানি ঢুকে যায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এতে বিপাকে পড়ে যায়। এ কারণে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কমে গেছে। ফলে এই স্বল্প চাপে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এতথ্য জানিয়েছে। বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। লাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন পাইপের ভেতরে পানি প্রবেশ করে। এতে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম যায়। গ্যাসের এই স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। কয়েকদিন আগে একটি জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়। এতে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুরসহ আশপাশের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের এবং ৫০ পিএসআইজি চাপের লাইনের লিকেজস্থলে ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন সম্পন্ন করা হয়। অপর দিকে সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য রাজধানীর উত্তরাসহ বেশ কিছু এলাকায় গতকাল রাত দশটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজথানীর আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী গাজীপুরের সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য গতকাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা উত্তরা, উত্তর খান ও দক্ষিণ খান এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তপক্ষ।

অপর দিকে নোঙ্গরের আঘাতে তুরাগ নদের নিচে ক্ষতিগ্রস্ত গ্যাসের পাইপলাইন মেরামত করা হলেও পাইপে পানি ঢুকে গেছে। এ অবস্থায় গ্যাসে চাপ কমিয়ে মেরামতের কাজ চলছে। ফলে রাজধানীতে গ্যাসের সংকট চরম দেখা দিয়েছে। আগেই গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে আমিন বাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপে পানি প্রবেশ করেছে। একইসঙ্গে সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপের সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক কাজী মোহম্মদ সাইদুল হাসান জানান,বেশ কয়েকদিন আগে জাহাজের নোঙ্গর পড়ে ক্ষতিগ্রস্ত হয় পাইপলাইনটি। পানি বুঁদবুঁদ ওঠা দেখেই স্থানীয়রা খবর দেয়। এরপর আমরা কাজ শুরু করি। এ সময় গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত গ্যাসের সমস্যা দেখা দেয়। নিরাপত্তাজনিত কারণে মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমিয়ে রাখা হয়েছিল। এদিকে এই গ্যাস লিকেজের কারণে আমিনবাজার থেকে আসাদগেট অর্থাৎ মোহাম্মদপুর, আদাবর, গাবতলী, ধানমন্ডিসহ ঢাকার একাংশে আজ চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ গ্রাহক।

উত্তরার বাসিন্দার গালিব হোসেন জানান, বাসায় সকাল থেকে গ্যাস নাই। খাবার কিনতে রেস্টুরেন্টে গিয়ে দেখি মহা ভিড়।কোনও রকমে যুদ্ধ করে খাবার কিনে আনলাম। না হলে আজকে দুপুরে রুটি আর কলা খেয়ে কাটাতে হতো। এখন শোনা যাচ্ছে, রাত ১০টার পরে গ্যাস আসবে। বসিলার বাসিন্দা ফাতেমা জানান, সকাল অনেক জোরে গ্যাস এলো। খুব খুশি হয়ে গেছিলাম। শীতের পুরো সময়ে এত গ্যাসের চাপ দেখিইনি। একটু পরে আবার চাপ কমে নিভু নিভু। পানিও গরম করা যাচ্ছে না।