Image description

ছেলে বাড়িতে আসলে ধুমধাম করে বিয়ে করাবেন বলে স্বপ্ন দেখেছিলেন মা-বাবা। কনে ঠিক করে রেখেছিলেন। কেনাকাটা প্রায় শেষ। দিন তারিখও চূড়ান্ত।

দুই পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছিল উৎসবের আমেজ। আগামী শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল আসলামের। নতুন বধূ নিয়ে নতুন জীবন শুরু করবেন বলে স্বপ্ন দেখেন আসলাম নিজেও। বিয়ের পিঁড়িতে বসতে তিন বছর পর সোমবার রাত ১২টার দিকে আসলাম সৌদি আরব থেকে বাড়ি ফেরেন ঠিকই।
কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না তার। মা-বাবার স্বপ্নপূরণের আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও একটি পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় মৃত্যু হয় আসলামের। সে সখীপুর উপজেলার বেলতলী গ্রামের হেলাল মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে আসলাম মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইউসুফ ড্রাইভার কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত রাতেই বিদেশ থেকে দেশে ফিরেছিল আসলাম। শুক্রবার তার বিয়ের কথা ছিল।

প্রবাসে থেকে সে পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।