Image description

কক্সবাজারের কাছে রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ঈদগড় ইউনিয়নের আবু আহমেদ ঘোনা ফাতেমার ছড়ার গোপন অস্ত্র কারখানা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানায়।

 

সোমবার রামু থানা ও ঈদগড় ফাঁড়ি পুলিশ এই যৌথ অভিযান চালায়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ি যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।

 

ওই তথ্যের ভিত্তিতেই সকাল সাড়ে ৬টার দিকে এই অভিযান শুরু হয়। টানা ৫ ঘণ্টা ধরে এই অভিযান চলে। এসময় বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ৩/৪ জন পালিয়ে যায়।

 

উদ্ধারকৃত সরঞ্জামগুলো হলো- ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, ৩টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়ি ব্লেড ও ১টি আড়ি ব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেওয়ার মেশিন ও ১টি বানান নালীসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

পুলিশ কর্মকর্তা অলক বিশ্বাস জানান, উদ্ধার করা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম সকাল সাড়ে ৮টার দিকে জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও গ্রেপ্তারে লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

রামু উপজেলার ঈদগড় ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। এসব অপরাধে ব্যবহৃত অস্ত্রের একটি বড় অংশ স্থানীয়ভাবেই তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।