শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।
একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যে চার্জশিট দিয়েছে, তা মানেন না বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আদুল্লাহ আল জাবের এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার বলছে, একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে, যার নির্দেশে ফয়সাল করিম মাসুদ তাকে হত্যা করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না।
আদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদিকে হত্যার সঙ্গে একটি পুরো খুনের চক্র জড়িত রয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত।
তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যে চার্জশিটে তাদের নাম নেই, সেই চার্জশিট আমরা মানি না। কোনো কাগজ দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না।
তিনি আরও বলেন, আমরা চার দফা দাবি নিয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছি।
আগামীকাল আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। সেখানে এমন কর্মসূচিও থাকতে পারে-আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করে তার পর কর্মসূচি স্থগিত করা, কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে আন্দোলন অব্যাহত রাখা। বিষয়টি কাল সংবাদ সম্মেলনে জানানো হবে। তবে এখনো সময় নির্ধারিত হয়নি।
এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে বলেন, ঢাকা-৮ এর মতো একটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী শহীদ ওসমান হাদি খুন হয়েছেন, অথচ নির্বাচন কমিশন বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
যদি এটি বিচ্ছিন্ন ঘটনা হয়, তাহলে এই ইসির অধীনে বিচ্ছিন্ন নির্বাচনই হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। যারা শহীদ ওসমান হাদির হত্যার মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে, তাদের আমরা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দেখতে চাই না।