Image description
৩২ কূটনীতিক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি ও কূটনীতিকরা। গতকাল বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে তারা অংশ নেন। ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত  থেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

এ ছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও তাকে শেষ শ্রদ্ধা জানান। এ ছাড়া মালদ্বীপ সরকারের একজন প্রতিনিধিও অংশ নেন জানাজায়। শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি অতিথিরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ ছাড়া বিএনপি’র তরফে জানানো হয়েছে ৩২টি দেশের কূটনীতিক বেগম খালেদা জিয়ার জানাজা এবং শেষ যাত্রায় অংশ নেন। কূটনীতিকদের অনেকে বিএনপি’র গুলশানের কার্যালয়ে খোলা শোক বইতেও সই করেন।