Image description

বর্তমানে সময়ের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। সামাজিক বিভিন্ন ইস্যুতে ভিডিও তৈরি করে আলোচনায় উঠে এসেছেন। লেখক হিসেবেও পরিচয় রয়েছে তার। বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা শেষে ফেরার সময় তার আইফোন চুরি হয়। সামাজিক মাধ্যমে এক পোস্ট বিষয়টি নিশ্চিত করেন কাজি নিজেই। 
এক মাসে কত আয় করলেন কাফি
ফোন চুরির ঘটনা উল্লেখ করে কাফি লিখেছেন, ‘জানাজা থেকে ফেরার সময় আমার আইফোন ১৭ প্রো ম্যাক্স টা চুরি হয়ে গেল। আফসোস! এত খেয়াল রাখলাম শেষ মুহূর্তে সেই চুরিটা হলোই।’
ফোনটি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, ‘যাইহোক, যে ভাই ফোনটি নিয়েছেন আমি আপনার চাহিদা অনুযায়ী টাকা পেমেন্ট করে দেব, তবুও আমার ফোনটা ফেরত দিন। কেননা আমার ফোনটায় আমার অনেক স্মৃতি রয়েছে, অনেক আগের ছবি-ভিডিও রয়েছে।’

তারেক রহমানের উদ্দেশে যা বললেন কনটেন্ট ক্রিয়েটর কাফি 
ফোন ফেরত দেওয়ার জন্য একটি নাম্বার দিয়েছেন কাফি। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো : ০১৭৫৯২১০৯২৫। তিনি আরও জানিয়েছেন, যে ব্যক্তি ফোন ফেরত দেবেন তার পরিচয় গোপন রাখা হবে। 
ফোন চুরি হওয়ার তিন ঘণ্টা আগে ১১টা ৫১ মিনিটে কাফি নিজের ফেসবুক একটি ভিডিও পোস্ট শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, পায়ে হেঁটে সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়ার জানাজাতে অংশ নিতে যাচ্ছেন।