Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ শেষে লাখো জনতা হেঁটে গন্তব্যে ফিরছে।

খালেদা জিয়াকে শেষ বিদায়ে জানাতে বুধবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ জানাজায় শরিক হয়েছিল।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনতার কণ্ঠস্বর ছিলেন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টায় তার মৃত্যু হয়।

তাকে শেষবিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সাধারণ মানুষ। জানাজার স্থল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্ধারণ করা হয়। কিন্তু খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ছিল অনেক গভীর। প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে লাখ লাখ মানুষ হাজির হয়েছিল ঢাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে প্রায় শাহবাগ মোড় পর্যন্ত পৌঁছে যায় জানাজার লাইন। অপরদিকে খামারবাড়ি হয়ে বিজয় সরণি পর্যন্ত জানাজায় অংশ নিতে দেখা যায় সাধারণ মানুষকে।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জানাজায় এসেছিল ফ্যাসিস্ট ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লাখো মানুষ। খালেদা জিয়ার জানাজাস্থল যেন পরিণত হয়েছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের কেন্দ্রস্থলে। শাহবাগ থেকে গাড়ি না থাকায় হেঁটেই তারা নিজ নিজ কর্মস্থলের দিকে রওনা দেন।