ইসলামী আন্দোলন (চরমোনাই) কর্মীদের কাছে ১৬টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন রাজধানীর গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব আবুল হাসেম মোল্লা। বুধবার (৩১ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন রাখেন তিনি।
‘ইসলামী আন্দোলনের (চরমোনাই) ভাইদের কাছে জানতে চাই!’ শিরোনামে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, আল্লাহর ওয়াস্তে কেউ উনাদের প্রতি নেগেটিভ মন্তব্য করবেন না। আমি শুধু চলমান বাস্তবতার আলোকে পর্যালোচনার উদ্দেশ্যে জানতে চাচ্ছি। যাতে উনাদের জনশক্তিরা অতিরিক্ত কনফিডেন্স কমাতে পারেন, আর জামায়াতও যেন চরমোনাইকে মূল্যহীন মনে করতে না পারে। চরমোনাই নায়েবে আমীর ফয়জুল করীম সাহেব (হাফিজাহুল্লাহ) বলেছেন, উনারা ১৪৩টা আসনে ‘এ’ ক্যাটাগরিতে আছেন। আমি অবশ্যই উনার ব্যক্তিগত মতামতকে সম্মান করি, কারণ উনাদের দলের ব্যাপারে অবশ্যই উনারাই সবচেয়ে ভালো জানেন।
তিনি লেখেন, এই যে আপনারা ‘এ’ লেভেলে পৌঁছলেন, কোন কোন প্রশ্নে, কোন ক্যাটাগরিতে এমন পর্যায়ে গেলেন তার একটা নমুনা উল্লেখ করতে পারেন। মনে করুন, স্যাম্পল হিসেবে ৫টা আসনের পর্যালোচনা উল্লেখ করে জানাবেন যে, এ আসনে আমরা এই এই পয়েন্টের উপর ভিত্তি করে ‘এ’ ক্যাটাগরি ধরেছি। যেমন, আমাদের কুমিল্লা-১০ আসনও দেখলাম আপনাদের ‘এ’ ক্যাটাগরিতে আছে। আপাতত নমুনা হিসেবে নাঙ্গলকোট লালমাই আসনকে কেন্দ্র করেই কিছু প্রশ্ন রাখতে চাই।
পোস্টে ইসলামী আন্দোলন (চরমোনাই) কর্মীদের কাছে ১৬টি প্রশ্নের উত্তর জানতে চান তিনি। প্রশ্নগুলো হলো:
১. এ আসনে ২৪ টি ইউনিয়ন আছে, বিগত দিনে আপনাদের কতজন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন?
২. উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে আপনাদের কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিনা? করলে কত ভোট পেয়েছিলেন?
৩. পুরো আসনে ৫৫০ টি গ্রাম আছে। কতটি গ্রামে আপনাদের কমিটি আছে বলে মনে করেন?
৪. আপনাদের নির্ধারিত কাগজে কলমে দলীয় কর্মী/ জনশক্তির (আম পাবলিকের কথা বলছি না, সেটা আলাদা প্রশ্ন) সংখ্যা কত?
৫. পাঁচ আগস্টের পর থেকে আপনারা কতটা 'ইউনিয়ন সমাবেশ' করেছেন?
৬. এ পর্যন্ত কতটা গ্রামে গ্রামবাসীসহ গণসংযোগ করেছেন?
৭. অন্য দল যত সংখ্যা পোস্টার লাগিয়েছে তার তুলনায় আপনারা কতটা কম/বেশি লাগিয়েছেন? মনে করুন, কোনো দল যদি ২০,০০০ লাগায়, আপনাদের সংখ্যা কত হতে পারে?
৮. মোট ৫৫০ টি গ্রামের মধ্যে কতটি গ্রামে অন্তত একবারের জন্যও প্রার্থী শুধু পা রেখেছেন?
৯. আসনে প্রায় ১৭৫ টি বাজার আছে। কতটি বাজারে অন্তত একবার হলেও প্রার্থী ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন?
১০. কতটা বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি পদে আপনাদের দলীয় লোকজন আছেন?
১১. কতটা শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে আপনাদের দলীয় লোকজন আছেন?
১২. প্রায় ১০০টা কেন্দ্র আছে, তার মধ্যে এ পর্যন্ত কতটা কেন্দ্রের পরিচালক, সহ পরিচালক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন?
১৩. পুরো আসনে এ পর্যন্ত কতটা বড় শোডাউন, সমাবেশ, মিছিল করেছেন?
১৪. সর্বশেষ বিজয় দিবসে ২০০ অধিক ওয়ার্ডের মধ্যে অন্তত কতটা ওয়ার্ডে কর্মসূচি পালন করেছেন?
১৫. বিগত কোনো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে থাকলে তার প্রাপ্ত ভোট কত ছিল?
১৬. কতটা ইউনিয়নে আপনাদের মহিলা কমিটি আছে বলে মনে করেন?
পোস্টের শেষাংশে তিনি লেখেন, আমি জাস্ট ১৬টা ক্যাটাগরি তুলে ধরলাম। এগুলো আপনাদের কাছে অযৌক্তিকও মনে হতে পারে। কিন্তু এ পয়েন্টগুলো ছাড়া হয়তো অন্য কোনো পয়েন্টে (যেটা আমাদের জানা নেই) আপনারা এগিয়ে আছেন যেটা দ্বারা ‘এ’ লেভেলে পৌঁছলেন, যা আপনারা অবশ্যই জানেন, (আমরা তো আর মহা পণ্ডিত না) অন্তত আপনাদের জানা সে পয়েন্টগুলো উল্লেখ করলে বুঝতে একটু সুবিধা হতো।