Image description

বছরজুড়ে নানা ঘটনা ও ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। মেস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারকে ঘিরে শোক ও প্রশ্নের জন্ম দেওয়া ঘটনা থেকে শুরু করে গুচ্ছ ভর্তিতে মেধাতালিকা পিছিয়ে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভালো সাবজেক্ট পাইয়ে দেওয়ার প্রতারণার অভিযোগ—কখনো সংকট, কখনো বিতর্ক, আবার কখনো প্রশাসনিক সিদ্ধান্তে বারবার শিরোনামে এসেছে বিশ্ববিদ্যালয়টি। এসব ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। বছরজুড়ে মাভাবিপ্রবিতে আলোচিত ঘটনা তুলে ধরেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন চন্দ্র দাস

বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের ক্ষোভ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে পুকুরগুলোতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ক্যাম্পাসের বিভিন্ন পুকুরে বিনা অনুমতিতে মাছ ধরা নিষেধ এই সতর্কবার্তা সংবলিত ব্যানার টানানো হয়। সম্প্রতি রাণী পুকুরসহ অন্যান্য পুকুরে শিক্ষার্থী, কর্মচারী এবং বহিরাগতদের মাছ ধরার ঘটনা বাড়তে থাকায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

মাভাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শেখ রাসেল হলের কর্মকর্তা মো. হারুন অর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ৭ জানুয়ারি (মঙ্গলবার) ভুক্তভোগী ওই শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, ক্লাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া লেনের রাস্তায় ওই কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে তার পথ আটকান। পরিচয় এবং ধর্ম জানতে চান। ওই কর্মকর্তা আমার পোশাক নিয়েও কথা বলেন। পাশাপাশি হুমকি দেন যে, আবার এমন পোশাকে দেখলে ক্যাম্পাস থেকে বের করে দেবেন। 

ভুয়া টিউশন মিডিয়ার প্রতারণার ফাঁদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত টিউশন মিডিয়ার প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা, যারা নতুন শহরে এসে টিউশনি খুঁজতে যান, তারা এসব প্রতারণার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। ফেসবুকে প্রলোভনমূলক বিজ্ঞাপন দিয়ে টিউশন দেয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির প্রতারক চক্র।  

মাভাবিপ্রবিতে এক পক্ষ চায় ছাত্র সংসদ নির্বাচন, আরেক পক্ষ সংস্কার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এটি প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা মনে করেন, ছাত্র সংসদ একটি দলীয় রাজনীতিমুক্ত, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নেতৃত্ব বিকাশ এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনেকেই এ প্রক্রিয়ায় প্রাসঙ্গিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুই ধরনের মত লক্ষ্য করা গেছে। একপক্ষ দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে, তাঁদের দাবি- নির্বাচনের মাধ্যমে ছাত্রদের অধিকার এবং সমস্যা দ্রুত সমাধান করা যাবে। আরেক পক্ষের মতামত, আগে কিছু সংস্কার এবং প্রস্তুতি দরকার, যাতে নির্বাচন সুষ্ঠু এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হতে পারে।

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী কমিটি
রাজনৈতিক রূপ নিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন দাবিতে  পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামিল হোসেন জিহাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছা) মাভাবিপ্রবি শাখার যুগ্ম-আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। (৯ মার্চ) তিনি আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন এবং নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে এ সিদ্ধান্তের কথা জানান। 

ফেসবুক পোস্টে জামিল উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চাপের মুখে পড়তে হয়েছিল তাকে। ক্যাম্পাস বন্ধ থাকাকালীনও তিনি টাঙ্গাইল শহরে আন্দোলন চালিয়ে যান এবং বিশ্ববিদ্যালয়ের হল ও গেট খুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রাখাল রাহাকে গ্রেফতারের দাবিতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তুলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহাকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা 

সিমাগো র‍্যাংকিংয়ে ক্রমাগত পেছাচ্ছে মাভাবিপ্রবি
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং প্রকাশ করেছে। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান ষষ্ঠ। তবে গত বছর এই প্রতিষ্ঠানটির র‍্যাংকিংয়ে মাভাবিপ্রবি অবস্থান ছিল পঞ্চম। তার আগে, ২০২৩ সালে ছিল নবম, ২০২২ সালে অষ্টম, ২০২১ সালে দ্বিতীয় ও ২০২০ সালে প্রথম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি। সিমাগো ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৫ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৯তম, ১১তম ও ৯ম। আর এ তিনটি বিষয় মিলে মাভাবিপ্রবির সার্বিক অবস্থান দেশে ৬ষ্ঠ। তবে ২০২৪ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে মাভাবিপ্রবির অবস্থান ছিল দেশে যথাক্রমে ৭ম, ৯ম ও ১২তম। অর্থাৎ, উদ্ভাবনে মাভাবিপ্রবির উন্নতি ঘটলেও গবেষণায় ও সামাজিক প্রভাবে গত বছর থেকে বেশ পিছিয়ে পড়েছে।

মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মধ্যরাতে উত্তাল থানা এলাকা
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী কাজল দেবনাথের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সহপাঠীরা। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল সদর থানায় অবস্থান কর্মসূচি পালন করেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (১০ মে) সন্ধ্যায় শহরের পুরোনো বাসস্ট্যান্ডের ‘কোলকাতা কাচ্চি বিরিয়ানি হাউজে’।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গত ২৯ মে শুরু হয়েছে বিষয় (সাবজেক্ট) পছন্দ করার প্রক্রিয়া, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। এই সময়কে ঘিরে কিছু প্রতারক চক্র অসৎ উদ্দেশ্যে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে মেরিট তালিকায় পেছনের অবস্থান থেকে ‘ভালো সাবজেক্ট’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন একটি চক্রের সন্ধান মিলেছে। 

অভিযোগের ভিত্তিতে প্রতিবেদক সরাসরি যোগাযোগ করলে চক্রটি ভয়েস পাঠিয়ে জানায়, যেকোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের “বি” ইউনিটে বিষয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা তারা করতে পারে— এমনকি মেরিট পজিশন ২৫ হাজারের ওপরে হলেও।

এ বিষয়ে আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “তোমার কাছ থেকেই আমি প্রথম শুনলাম। কিছু খারাপ লোক থাকেই—এই লোকটিও তাদের একজন প্রতারক। জিএসটির (গুচ্ছ ভর্তি) সাথে এদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি তাদের টাকা দেয়, তবে সে প্রতারিত হওয়া ছাড়া কিছুই পাবে না। গুচ্ছের মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং সেটি কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। এবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।”

মাভাবিপ্রবির ছুটির এক নোটিশে পঞ্চাশের অধিক ভুল
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রশাসনের জারি করা একটি ছুটির নোটিশে পঞ্চাশের (৫০) অধিক ভুল হয়েছে বলে অভিযোগ উঠেছে। বানান, বাক্য গঠন ও ভাষাগত ত্রুটিতে ভরা এই নোটিশটি নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। নোটিশটি প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হন। কেউ কেউ নোটিশটির ছবি তুলে ভুলগুলো চিহ্নিত করে পোস্ট করেন। অনেকে মন্তব্য করেছেন, ‘একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরের এমন অব্যবস্থাপনাই আমাদের শিক্ষাব্যবস্থার দুরবস্থার প্রতিফলন।’

মেস থেকে মাভাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
২০২০–২১ সেশনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা সন্তোষ পুরাতন পাড়ার একটি ছাত্রাবাস (মেস) থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
‎এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, সিএসই বিভাগের চেয়ারম্যান আমাকে ঘটনাটি জানালে আমি ভিসি-সহ তার মেসে যাই। কাগমারী পুলিশ ফাঁড়িতে তথ্য দিলে তারা রুমের ভেতর থেকে লাশ উদ্ধার করে এবং পরে প্রেরণ করে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সে অনেকদিন ধরে হতাশায় ভুগছিল। এ কারণেই আত্মহত্যা করতে পারে।

মাভাবিপ্রবিতে পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার
সেমিস্টার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৭তম শৃঙ্খলা বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্দোলন ঠেকাতে ছাত্রদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছিল প্রশাসন
কোটাবিরোধী আন্দোলনে যখন উত্তাল সারাদেশ, তখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ছিল নিস্তব্ধ। শিক্ষার্থীদের একাংশ তখন সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছিলেন—আমাদের ক্যাম্পাসে কেন কোনো প্রতিবাদ হচ্ছে না? সিনিয়ররা কোথায়?, ডাক দিলেই তো সবাই যাবে।

এই নীরবতা ভেঙে নৈতিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব। তার ভাষ্য, কেউ না এগোলে আমি একাই আন্দোলন করব। এই প্রত্যয়ে তিনি ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপে ঘোষণা দেন, আমি একাই আগামীকাল সকাল ১০টায় ১২ তলার সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবো। ফেসবুকে দেওয়া পোস্টটি ভাইরাল হয়। সেদিন লাইব্রেরিতেও আন্দোলন সম্পর্কে আলোচনা হয়। রাতে ১২তলা বিশিষ্ট ভবনের সামনে প্রথম মিটিং হয়। যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৌকির নামের এক সাবেক শিক্ষার্থী, যিনি দিকনির্দেশনা দেন। ব্যানার বানানো, লিফলেট বিতরণ, চাঁদা তোলা সব কিছুতেই অংশ নেন ইমরান কায়েস, আখিল ও মুষ্টিমেয় কয়েকজন শিক্ষার্থী। এই ঘোষণার পর থেকেই শুরু হয় নানা ধরনের হুমকি ও নজরদারি। পরদিন সকালে একটি অচেনা নম্বর থেকে রাকিবের ব্যক্তিগত নম্বরে ফোন আসে। ফোন করে একজন এনএসআই কর্মকর্তা, যিনি নম্বর সেভ করে রাখতে বলেন এবং জানতে চান কতজন আন্দোলনে আসছে। সেইসঙ্গে দেওয়া হয় চাপ সৃষ্টিকারী নানা প্রশ্ন ও হুমকি। তবে হুমকি পেয়েও পিছিয়ে যাননি তিনি।  ৫ আগস্টের পর জানতে পারেন তাকে ‘নাশকতার নেতা’ হিসেবে আখ্যা দিয়ে তার তথ্য পাঠানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। রাকিবের অভিযোগ, তার তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনই সরবরাহ করেছে।

অসুস্থতার জন্য ছুটি নিয়ে এনসিপির কর্মসূচিতে নিয়মিত বিশ্ববিদ্যালয় কর্মকর্তা
বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার আজাদ খান ভাসানীর বিরুদ্ধে চিকিৎসাজনিত কারণে অর্জিত ছুটিতে থেকেও মাঠপর্যায়ে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০২৫ সালের ৩ আগস্ট চিকিৎসকের পরামর্শে ‘লোয়ার লিম্ব ব্যাক পেইন’ সমস্যার জন্য তিনি মেডিক্যাল ছুটি নেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তার আহাম্মদ হোসেন সিদ্দিকীর সুপারিশে তাকে ১২ সপ্তাহের বেড রেস্টে থাকার নির্দেশনা দেওয়া হয়। এ ভিত্তিতে ৩ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ দিনের ছুটি মঞ্জুর করা হয়। কিন্তু ছুটি শুরুর মাত্র চারদিন পর, অর্থাৎ ৭ আগস্ট থেকেই আজাদ খান ভাসানী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। জনসংযোগ, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভাসহ একাধিক কর্মসূচিতে তার উপস্থিতি নিশ্চিত হয়েছে। 

প্রথমবারেই টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে ১২তম মাভাবিপ্রবি
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (Times Higher Education - THE) প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’। এ তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)—যা বিশ্ববিদ্যালয়টির জন্য এক ঐতিহাসিক অর্জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, মাভাবিপ্রবি বিশ্ব তালিকায় ১২০১–১৫০০ অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থানে অবস্থান করেছে প্রতিষ্ঠানটি।

বারো নয় এখন থেকে ১৬ অক্টোবরই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হবে
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপনের তারিখ নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ ও আলোচনা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাভাবিপ্রবির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯৯৯ সালের ১২ অক্টোবর। পরে ২০০১ সালের ১২ জুলাই সংসদে বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। আর ২০০৩ সালের ১৬ অক্টোবর আইসিটি ও সিএসই বিভাগের ক্লাস শুরুর মধ্য দিয়েই শুরু হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।  প্রতিষ্ঠার পর থেকেই ১২ অক্টোবরকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হলেও সম্প্রতি এ তারিখ নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষক, প্রক্টর, প্রভোস্ট, সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় সিদ্ধান্ত হয় যে, একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার দিন ১৬ অক্টোবরকেই ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করা হবে। তবে নতুন এই সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও ভিন্নমত।

মাভাবিপ্রবিতে শেখ পরিবারের নামের হলগুলোর নাম পরিবর্তন করে শহিদ ওসমানসহ যে সিদ্ধান্ত জানা গেল
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা তিনটি আবাসিক হলের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট হলগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদি হল’ নামকরণ করা হয়।