খালেদা জিয়ার মৃত্যুর খবরটি বিশেষভাবে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। বেশিরভাগ আন্তর্জাতিক মিডিয়ার প্রধান খবর হিসেবে ছাপা হয়েছে খবরটি। কোনো কোনো সংবাদমাধ্যম একাধিক প্রতিবেদন করেছে খালেদা জিয়াকে নিয়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখন পর্যন্ত একের অধিক প্রতিবেদন করেছে খালেদা জিয়াকে নিয়ে। একটির শিরোনাম-‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।’ আরেকটি খবরের শিরোনাম- ‘খালেদা জিয়া : নিহত এক নেতার বিধবা স্ত্রী থেকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।’
প্রতিবেদন দুটিতে বেগম জিয়ার মৃত্যুর খবরের পাশাপাশি তার জন্ম, রাজনীতিতে প্রবেশ ও প্রথম প্রধানমন্ত্রী হওয়ার খবর গুরুত্ব পেয়েছে। বলা হয়েছে, বেগম জিয়া প্রথমবার জনসমক্ষে আলোচনায় আসেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে। ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে তার স্বামী নিহত হওয়ার পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে উঠে আসেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাও খালেদা জিয়াকে নিয়ে দুইটি প্রতিবেদন করেছে। একটির শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।’ অপরটির শিরোনাম-‘খালেদা জিয়া : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ক্ষমতা ও প্রতিরোধে ভরা এক জীবন।’
আলজাজিরা উল্লেখ করে, দক্ষিণ এশিয়ার এই দেশটির অস্থিতিশীল ক্ষমতার লড়াইয়ে কয়েক দশক ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন খালেদা জিয়া। আগামী বছরের নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর এটি প্রথম নির্বাচন। ওই অভ্যুত্থানে খালেদা জিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম- ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।’ প্রতিবেদনে বলা হয়েছে, বেগম জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর প্রস্তুতি চলছিল। আরও বলা হয়, ২০০৬ সালের পর থেকে ক্ষমতার বাইরে থাকলেও এবং কয়েক বছর কারাবন্দি বা গৃহবন্দি অবস্থায় কাটালেও খালেদা জিয়া ও তাঁর নেতৃত্বাধীন বিএনপি দেশজুড়ে উল্লেখযোগ্য জনসমর্থন ধরে রেখেছিল।
‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে একটি কালের অবসান’ শিরোনামে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া; যিনি আগামী বছরের নির্বাচনের পর আরেকবার দেশকে নেতৃত্ব দেওয়ার আশা করেছিলেন, তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা গেছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিও খালেদা জিয়াকে নিয়ে দুইটি প্রতিবেদন করেছে। একটির শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।’ অন্যটির শিরোনাম- ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারতের সঙ্গে সম্পর্ক ছিল।’
পাকিস্তানের জাতীয় গণমাধ্যম ডনের শিরোনাম- ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘকালীন অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন।’ ‘দ্য ডন’ আরও লিখেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছিল।
মার্কিন বার্তা সংস্থা এপি’র শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।
সিএনএনের শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।’
এ ছাড়া পাকিস্তানের জিও নিউজ, ভারতের আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান, জিও নিউজ, আমিরাতি দৈনিক গালফ নিউজ, তুরস্কের আনাদুলু এজেন্সিসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।