নাটোরের নলডাঙ্গা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় ব্যবহার করে প্রকাশ্য বাজারে চাঁদাবাজির অভিযোগে তিনজন ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নলডাঙ্গা থানাধীন মোমিনপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলযোগে আসা তিন ব্যক্তি মোমিনপুর বাজারের একটি কীটনাশক ও সারের দোকানে ঢুকে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়। তারা দোকান মালিককে ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে মামলা ও হয়রানির হুমকি দেয়।
দোকান মালিকের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের ব্যবসায়ীদের জানান। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অভিযুক্তদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ পরিচয় দেখাতে পারেনি। এতে ক্ষুব্ধ জনতা তিনজনকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা করার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন মো. খোরশেদ আলম (৪০), মো. রাকিব হোসেন (২২) ও মো. পারভেজ ইসলাম (২৩)। তারা নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। নাটোরের পুলিশ সুপার মো. আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।