বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী কঠোর নিরাপত্তার উদ্যোগ নিয়েছে। ঢাকা মহানগর পুলিশের প্রায় ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, গোয়েন্দা, ব্যাটালিয়ন পুলিশ ও আনসার সদস্য মিলে আরও কয়েক হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিকল্পনা সাজিয়েছে। ইউনিফর্মের বাহিরে সাদা পোশাকে নিরাপত্তা দিবেন গোয়েন্দারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া এভারকেয়ার থেকে মানিক মিয়া এভিনিউ এলাকাতেও মোতায়েন করা হবে পর্যাপ্ত সংখ্যক সদস্যকে।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইনশৃঙ্খলা সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য মোতায়েনের কথা জানান। এ সময় তিনি বলেন, পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে প্রত্যেকটা বিষয়ে আবার নতুন করে রিভিউ করা হয়। আপনারা জানেন কিছুদিন আগে একটি বড় জানাজা হয়েছে। ফলে পুলিশের এবং সিকিউরিটি এজেন্সিগুলোর নিজেদের মধ্যেই কিছু প্রস্তুতি অলরেডি ছিল, এখন আরও বড় আকারে কীভাবে প্রস্তুতি নেয়া যায়। তিনি বলেন, এই পুরো বিষয়গুলো ওনাদের (বিএনপি) সঙ্গে আমাদের পুরো কো-অর্ডিনেশন হচ্ছে। কো-অর্ডিনেশনের জন্য কমিউনিকেশন মেইনটেইন করা হচ্ছে। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে পার্টির তরফ থেকে আমাদের পূর্ণ সহযোগিতা দেয়া হবে। আমরাও তাদের বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা সরকারের তরফ থেকে দেয়া হবে। সার্বিক কার্যক্রম ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা আছে কিনা- জানতে চাইলে শফিকুল আলম বলেন, না, এ জন্যই সর্বোচ্চ সিকিউরিটি কালকে এনশিওর করা হবে। আমাদের ডিএমপি’র তরফ থেকে বলা হয়েছে, ডিএমপি প্রধান বলেছেন যে দশ হাজারেরও বেশি পুলিশ, এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সির অফিসার আছেন, তারা থাকবেন। কিছু কিছু জায়গায় সেনাবাহিনীরও তরফ থেকে একটা ব্যবস্থাপনায় থাকবে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মানবজমিনকে বলেন, খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ডিএমপি নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। আমরা সর্বোচ্চ ও কঠোর নিরাপত্তা দেবো।