Image description

বরিশালে ইলিশের সংকটে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে কেজি সাইজের ইলিশ। এছাড়া মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ থেকে তিন হাজার টাকায়। মা ইলিশ অভিযান সফল করতে না পারায় বর্তমানে নদীতে ইলিশ সংকট বলে জানান ব্যবসায়ীরা। চলতি বছরের মা ইলিশ অভিযান ও পরে জাটকা নিধন অভিযান সফলে ব্যর্থ হয়েছে মৎস্য বিভাগ। এতে পর্যাপ্ত ইলিশ মাছ না পাওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। 

বরিশাল সদরের জেলে মোকসেদ হাওলাদার বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলে ৭শ গ্রাম ওজনের একটি ইলিশ পেয়েছি। 

বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নের জেলে আলাল। বলেন, রোববার জাল ফেলে দিন শেষে ছয়জন মিলে চারটি ইলিশ মাছ পেয়েছি, পরে তা ৬ হাজার টাকা বিক্রি হয়েছে। 

বিশারিকাঠি গ্রামের পাইকারি মৎস্য বিক্রেতা মনির পালোয়ান বলেন, চলতি বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে নদী এখন ইলিশশূন্য। অল্প কিছু পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা হাদি উজ্জামানের কাছে জানতে চাইলে ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন।