বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, রবিবার (২৮ ডিসেম্বর) ১২২.৩০ টাকা দরে ডলার কেনা হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বর মাসে মোট ৯২০ দশমিক ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেনা হয়েছে ৩ হাজার ৪৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।