Image description


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমানও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) তাদের নাম তালিকাভুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রও প্রদান করেছে।  

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের অনুমোদনের মাধ্যমে তারা ভোটার হয়েছেন। এর ফলে বাবা-মেয়ে দুজনেই আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।  

ইসি সূত্রে জানা গেছে, তারা স্থায়ী ঠিকানা হিসেবে গুলশান অ্যাভিনিউয়ের একটি বাসা এবং বর্তমান ঠিকানা হিসেবে ধানমন্ডির একটি বাসা উল্লেখ করেছেন।  

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। ভোটার হওয়ার পর তিনি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।  

এর আগে জুবাইদা রহমানও গুলশান অ্যাভিনিউয়ের ঠিকানায় ভোটার হয়েছেন।