Image description

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) পেয়েছে টাইগার ক্রিকেটাররা। তবে এদিক থেকে একধাপ এগিয়ে গেছেন পেসার মোস্তাফিজুর রহমান। বিপিএল শেষ হলেই ক্রিকেটারদের ছুটতে হবে বিশ্বকাপে। তাই এই মুহূর্তে প্রস্তুতির প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। 

সেই প্রস্তুতির পথে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিকে বড় সহায়ক হিসেবেই দেখছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। 

দুবাই থেকে দেশে ফেরার পথে রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানালেন, আইএল টি-টোয়েন্টিতে খেলা তার বিশ্বকাপ প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে মোস্তাফিজ বলেন, ‘হ্যাঁ, ভালো ছিল। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা সহায়ক হয়েছে।’ আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে আট ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও এই কাটার মাস্টার।

আইএলটি-টোয়েন্টিতে মোস্তাফিজ ছাড়াও অংশ নেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচে ৯ উইকেট নেন তাসকিন আহমেদ। আর এমআই এমিরেটসের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। 

বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে মোস্তাফিজ বলেন, সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানোও তার কাছে দারুণ লেগেছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি জাতীয় দলের খেলোয়াড় বিদেশি লিগে খেলবেন এমন প্রত্যাশার কথাও জানান তিনি। 

মোস্তাফিজের ভাষায়, ‘জাতীয় দলের খেলোয়াড়রা যদি ওইসব লিগে খেলেন শুধু দুই-তিনজন নয়, তা হলে সবসময়ই ভালো লাগে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আইএল টি-টোয়েন্টি অভিযান সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন মোস্তাফিজ ও তাসকিন। বিপিএলে মোস্তাফিজ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, আর তাসকিন আহমেদ প্রতিনিধিত্ব করবেন ঢাকা ক্যাপিটালসকে।

বিশ্বকাপের আগে বিদেশের মাটিতে এমন প্রতিযোগিতামূলক লিগে ভালো পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়িয়েছে মোস্তাফিজের আত্মবিশ্বাস, যার প্রতিফলন দেখার অপেক্ষায় বাংলাদেশ।