গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাওয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে রাশেদ খানের গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের খবর বের হয়।