Image description

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রমিজ আলী ভিলার তৃতীয় তলা থেকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এদিন সকাল সাড়ে ৭টার দিকে ঘাতক জালাল উদ্দিন তার শ্বশুরকে মোবাইল ফোনে কল করে জানান যে, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং এসে মরদেহ নিয়ে যেতে বলেন।

নিহত সুমা (২৮) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অন্যদিকে অভিযুক্ত স্বামী জালাল উদ্দিন (৩০) রংপুর জেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমা তার স্বামী জালালের সঙ্গে ভাড়াবাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কারখানা থেকে ডিউটি শেষ করে বাসায় ফিরে রান্নাবান্না করেন সুমা।