নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারের কাছে আনোয়ার হোসেন মাছটি ধরেন।
মাছটি বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি ৭৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
জেলে আনোয়ার হোসেন জানান, নদীতে জাল ফেলতে গিয়ে নদীর কিনারে সাদা কিছু ভাসতে দেখতে পান। কৌতূহলবশত কাছে গিয়ে তিনি দেখতে পান নদীর তীরে ভেসে থাকা একটি বিশাল কোরাল মাছ। এ সময় তিনি তার দুই সহযোগী জেলের সহায়তা মাছটি পাড়ে তুলে এনে ধরে ফেলেন।