Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল শেষে আবুল বশর (৬০) নামে বিএনপির এক প্রবীণ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকেরহাট বাজারে এই ঘটনা ঘটে। আবুল বশর ইছাখালী ইউনিয়নের চুনিমিঝির টেক গ্রামের আহম্মদ সোবহানের ছেলে এবং ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য।

জানা যায়, ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি নেতা আবুল বশর ও সাইদুল হক সোহেলের নেতৃত্বে আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা সবাই শহীদ জিয়া স্মৃতি সংসদে বসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ আবুল বশর অসুস্থ হয়ে পড়েন।

তখন নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতালে এবং পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বিএনপি নেতা আবুল বশরের প্রতিবেশী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট বাজারে আনন্দ মিছিল শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদে বসলে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আমাদের দলের নিবেদিত প্রাণ ছিলেন।

বৃদ্ধ বয়সেও দলীয় কোনো কর্মসূচি মিস করতেন না।মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘সন্ধ্যায় আবুল বশর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘ইছাখালীতে বিএনপির এক নেতা মিছিল শেষে স্ট্রোক করে মারা গেছে শুনেছি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।’