Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষক লীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রিপনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী শহরের সদর উপজেলা মোড়ে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়।

নজরুল ইসলাম রিপন নরসিংদী জেলা আইনজীবী সমিতির পর পর দুইবার সম্পাদক ছিলেন এবং জিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, সন্ধ্যায় নরসিংদী উপজেলার মোড়ে মো. নজরুল ইসলাম রিপন তার ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন। এসময় গোয়েন্দা পুলিশের একটি দল  চেম্বার ঘেরাও করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে মাধবদী থানায় হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

‎মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,  গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের করা হয়েছে।