Image description

২০০৮ সালে দেশত্যাগের পর এই প্রথমবারের মতো নিজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা। একইসঙ্গে তার এই আগমনকে কেন্দ্র করে রাজধানীতে দেখা গেছে বাড়তি নিরাপত্তা। সড়কে বেড়েছে পুলিশের চেকপোস্ট সংখ্যাও।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা, বিশেষ করে, পূর্বাচলের আশেপাশের এলাকায় এই চিত্র লক্ষ করা যায়।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর কুড়িল বিশ্বরোড (৩০০ ফিট) এলাকায় করা হয়েছে সংবর্ধনার আয়োজন। সেখানে আগে থেকেই দলে দলে দলে যাচ্ছেন নেতাকর্মীরা। আর তাই সংবর্ধনার স্থানকে নিরাপদ রাখতেই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। 

সরেজমিনে গুলশান লিংক রোডে দেখা যায় পুলিশের তৎপর অবস্থান। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাকে থামিয়ে চেক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরকম চিত্র আরও দেখা যায় মহাখালী, বারিধারা কূটনৈতিক এলাকা, কারওয়ান বাজার, পান্থপথসহ অন্যান্য এলাকায়। সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় দায়িত্বরত গুলশান থানার এএসআই আব্দুল মান্নান বলেন, ‘সাধারণত সাধারণ দিনে এই রাস্তায় (গুলশান লিংক রোড) একটি চেকপোস্ট থাকে। কিন্তু সমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট সংখ্যা বাড়ানো হয়েছে। এটি কেবল এই এলাকায়ই না, পুরো ঢাকা শহরেই বাড়ানো হয়েছে।’

এদিকে, পুলিশের এই তৎপরতাকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন রাতে চলাচলকারী যাত্রীরা। তারা জানান এই তৎপরতা সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে।

রাকিবুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘পুলিশকে যে অ্যাকটিভ মুডে দেখা যাচ্ছে, এটি প্রশংসনীয়। রাতে তারা আমাদের সিএনজি থামিয়ে চেক করছে তাতে হয়তো আমাদের দু-চার মিনিট সময় থামতে হচ্ছে, তারপরও এটি আমাদের সবার জন্যই মঙ্গলজনক।’

আরেক যাত্রী শিহাব উদ্দিন বলেন, ‘এখন যেরকম করে তারা (পুলিশ) চেক করছে সেটা যদি সব সময় করে তাহলে আমার মনে হয় সবাই আরও বেশি নিরাপদ বোধ করবে।’

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বুধবার (২৪ ডিসেম্বর) একগুচ্ছ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়ে‌ছে, তারেক রহমানকে অভ্যর্থনাকারীরা কোনও ব্যাগ, লাঠি ইত্যাদি বহন করতে পারবেন না। তারেক রহমানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। মোটরসাইকেল নিয়ে কোনোক্রমেই গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান বা চলতে পারবেন না।