Image description

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে। যাতে নমিনেশন পেপার সাবমিশনের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়, ব্যাংকের ট্রানজেকশনের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টা ঠিকমত সম্পন্ন করতে পারেন।

বুধবার (২৪ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে। বিষয়টি দেখবে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। প্রার্থীদের জামানাতের টাকা পরিশোধের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি বলেও জানান ইসি সচিব।