Image description

জামালপুরে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে আটকের পর বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন হেলালুর রহমান হেলাল। ওই বছরের ১৯ আগস্ট তাকে অপসারণ করে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে হেলালুর রহমান নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেন। তার প্রার্থী হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

রাতে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, চলমান ডেভিল হান্ট-২ অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হেলালুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হেলালুর রহমান হেলাল মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কিনা জানতে চাইলে ওসি বলেন, মাদারগঞ্জ থানায় খোঁজ নিলে জানতে পারবেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হেলালুর রহমান হেলালের ছবি রয়েছে। তবে তিনি উপদেষ্টা কিনা তা আমার জানা নেই।

তবে নাম প্রকাশ না করার শর্তে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, হেলালুর রহমান হেলাল আওয়ামী লীগের কোনও নেতা কিংবা কর্মী নন। তিনি মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।