Image description
দেশের মাটিতে হাদির মরদেহ

লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনবন্দি হয়ে দেশের মাটিতে এলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদি। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হাদির মরদেহের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর। বিমানবন্দরে হাদির কফিন বুঝে নেন তার ভগ্নিপতি আমিরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বিমানবন্দরে নিথর দেহবাহী কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন তার সহযোদ্ধারা। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন। বিমানবন্দরে আগে থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য। বিমানবন্দর থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘরে। 

শুক্রবার রাতে সেখানেই রাখা হয় মরদেহ। আজ বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উত্তরদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। এদিকে প্র্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন, তাদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া এভিনিউতে বেলা ২টায় জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাদির পরিবার থেকে কবি নজরুলের পাশে সমাহিত করার প্রস্তাব আসার পর রাতেই সিন্ডিকেট মিটিংয়ে বসে প্রশাসন। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

আজ রাষ্ট্রীয় শোক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালিত হবে। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কর্মসূচি ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় শোক উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়াও শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি চাকরি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস পালন ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতাধীন সকল অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করা হয়েছে। 
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়া হয়। 

উল্লেখ্য, প্রতিবাদী নানা বক্তব্যের কারণে বছর জুড়েই আলোচনায় ছিলেন শরীফ ওসমান হাদি। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে আরও আলোচনায় আসেন তিনি। গত ১২ই ডিসেম্বর জুমা নামাজ শেষে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে অটোরিকশাযোগে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে তাকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ই ডিসেম্বর তাকে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পরপর বিক্ষোভে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। গণমাধ্যম কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে সবাইকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।