Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার নামাজ শনিবার (২০) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের জন্য গাড়ির ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউর উদ্দেশে গাড়ি ছেড়ে যাবে।

 
জানাজায় অংশ নিতে ইচ্ছুকদের যথাসময়ে ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে।