Image description

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে পত্রিকাটির প্রধান কার্যালয়ে হামলা চালাতে দেখা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম আলো অফিসের ভিতরে আসবাব পত্র ভাংচুর করতে দেখা গেছে। অফিসের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে।

জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির ইন্তোকালে পর বিক্ষুব্ধ জনতা প্রথম আলোর অফিসে ভাঙচুর ও আগ্নিসংযোগ করে।

এদিকে ডেইলি স্টার কার্যালয়েও বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালাচ্ছে বলে জানা গেছে।