ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেছেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এ নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনের মধ্য দিয়ে এ দেশে স্থিতিশীল গণতন্ত্র আসুক এবং জনগণের রায়ে যে দল ক্ষমতায় আসুক না কেন আমাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে- আমরা কোনো দলের মুখপাত্র হব না। আমরা হব জণগণ ও রাষ্ট্রের।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।
কারণ উল্লেখ করে তিনি বলেন, জনগণ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত, তাই মানুষের তীব্র আকাঙ্ক্ষা আছে। এই ভোটটা কিভাবে শান্তিপূর্ণ করা যায় এটা শুধু পুলিশের নয়- সব প্রশাসনের দায়িত্ব।
পুলিশ সুপার বলেন, নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে পুলিশ সবাইকে সহযোগিতা করবে। সেটা প্রার্থী, নির্বাচনি কর্মকর্তা কিংবা সাংবাদিক হোক। নির্বাচনকে ইফেক্টিভ করতে ইতোমধ্যে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ সময় তিনি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তার কর্মীদের আচরবিধি মেনে চলার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মতামত এবং পুলিশের কাছে বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের গৃহীত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সবার অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সহিত বিবেচনায় রাখার বিষয়ে অবহিত করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম, পরিদর্শক (ডিবি সাইবার) মো. এমদাদুল হক, ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।