জুলাই বিপ্লবের পর লাপাত্তা থাকা জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং পুনরায় দলে ফিরে আসার আকুতি জানিয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত ২ মিনিট ৫৩ সেকেন্ডের এই ভিডিওতে তার ‘অনিচ্ছাকৃত ভুল’ স্বীকার করে নেতাকর্মীদের কাছেও ক্ষমা চান তিনি। পরবর্তীতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাকে স্বাগত জানিয়ে দলে পুনর্বহাল করেন, যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তবে দুর্নীতি, হত্যা ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলা এবং তার ও পরিবারের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে, যা তার রাজনৈতিক প্রত্যাবর্তনকে ছায়াচ্ছন্ন করে রেখেছে।
দলীয় সূত্রে জানা যায়, তার পুনর্বহালে কিছু নেতা অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ তার অতীত বিতর্ক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই পদক্ষেপ জাতীয় পার্টির উত্তরাঞ্চলীয় ঘাঁটি শক্তিশালী করলেও দুর্নীতির অভিযোগগুলো দলকে চাপে ফেলতে পারে।
ভিডিওতে রাঙ্গা বলেন, ‘আমি জাতীয় পার্টির একজন কর্মী ছিলাম। ১৯৯৭ সালে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে যোগ দিয়ে রংপুরের সাধারণ সম্পাদক হই। ২০০১ সালে রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলের বিভিন্ন পদে থেকে কাজ করি এবং পরে মহাসচিব হই। এরশাদের মৃত্যুর পর কাউন্সিলে জিএম কাদের চেয়ারম্যান এবং আমি মহাসচিব হই। কিন্তু কোনো কারণে চেয়ারম্যান আমার ওপর দুঃখ পেয়ে পদ থেকে অব্যাহতি দেন। পরে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার হলে কষ্ট পেয়ে প্রেস কনফারেন্স করে অনেক কথা বলি। এখন বুঝি, এগুলো ঠিক হয়নি। আমি জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো দলে যুক্ত ছিলাম না। আমার অনুসারীরাও দলে আছেন। এই ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাই এবং চেয়ারম্যান আমাকে ক্ষমা করেছেন। শেষ জীবনে দলে দায়িত্ব পেলে খুশি হব। নেতাকর্মীদের কাছে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করে নেবেন।’
দলীয় সূত্র জানায়, ওই ভিডিও প্রকাশের পরপরই রাঙ্গাকে দলে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাঙ্গা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ে দেখা করে আবারও জাতীয় পার্টিতে ফিরেছেন। এদিন ফেসবুক লাইভে এসে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কাছে ক্ষমা চেয়ে দলে ফেরার কথা জানান।
রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টি থেকে বিচ্ছিন্ন হওয়া আমার ভুল ছিল। আমি আমৃত্যু জাতীয় পার্টির হয়ে থাকব।’ জিএম কাদের তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘যোগদানকারী নেতাদের স্বাগত।’ এর আগে ২০২৪ সালের ১৯ এপ্রিল রাঙ্গাকে দলের মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ছিল।
শীর্ষনিউজ