Image description
 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আলোচনায় থাকা জুলাই আন্দোলনের সেই আইকনিক স্যালুট দেওয়া রিকশাচালক মোহাম্মদ সুজনকে তালিকায় রাখা হয়নি। ফলে ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন না তিনি। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা প্রকাশ করেন সদস্য সচিব আখতার হোসেন।

 

মনোনয়ন না পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে সুজন বলেন, এই বিষয়ে তাকে দলীয়ভাবে কিছুই জানানো হয়নি। তার ভাষায়, “গরিব মানুষ আমাকে চেয়েছে। আমি তাদের জন্য কাজ করতে চেয়েছিলাম। এখন এনসিপি ভালো জানে তারা কী করবে।”

অন্য কোনো দলের টিকেট নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, নতুন কোনো দলের কাছে যাওয়ার ইচ্ছে নেই। তিনি আন্দোলনে যুক্ত হয়েছিলেন পরিবর্তনের স্বপ্ন থেকে—যে পরিবর্তন জনগণের চাওয়া–পাওয়াকে গুরুত্ব দেয়। তার মতে, সংসদে যেই যাক, মানুষের দাবি যেন গুরুত্ব পায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

উল্লেখ্য, গত ২০ নভেম্বর সুজন ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপির মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাতেন এবং আন্দোলনের সময় সেখান থেকেই পরিচিতি পেয়েছিলেন। সেই কারণেই তিনি এই আসন বেছে নিয়েছিলেন।