Image description

কিশোরগঞ্জের ভৈরবে চুলের খোপার ভেতর বিশেষভাবে লুকানো দুই হাজার পিস ইয়াবাসহ শরীফা (৫০) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ভৈরব নাটালের মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শরীফা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার শিবনগর এলাকার নুরুল হকের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর পশ্চিম পাশে ঢাকা–সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে টোল প্লাজার সামনে একটি লেগুনা থেকে সন্দেহজনক আচরণের কারণে ওই নারীকে আটক করা হয়। পরে তার চুলের খোপার ভেতর লুকিয়ে রাখা দুটি প্যাকেটে মোট ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন,
"সড়ক পথে মাদক পাচারের সময় লেগুনায় তল্লাশির মাধ্যমে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা করা হয়েছে।"

আটক শরীফাকে শিগগিরই আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।