সমাজে নেতিবাচক কার্যকলাপ বেড়ে গেছে বলে দাবি করেছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, ‘শিক্ষিত মানুষের কাছ থেকে নেতিবাচক কার্যকলাপ আমরা কেউ প্রত্যাশা করি না। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের মনোযোগী হতে হবে।’
বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়ায় শাহীন স্কুল রাজশাহীর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার এসব কথা বলেন।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। এতে করে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারবে।’
আরএমপি কমিশনার আরও বলেন, ‘শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন।কোমলমতি শিশুদের দেশ ও পরিবারের সম্পদ করে গড়ে তুলতে এখন থেকে উদ্যোগ নিতে হবে।’
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শ ম সাজু।