Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আটটি পৃথক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।

দ্বিতীয় ধাপের এই রদবদলে ঢাকা বিভাগের ১৮টি, রাজশাহী বিভাগের ১৪টি, খুলনা বিভাগের ১২টি, রংপুর বিভাগের ১১টি, সিলেট বিভাগের ৮টি, চট্টগ্রাম বিভাগের ৭টি, বরিশাল বিভাগের ৪টি এবং ময়মনসিংহ বিভাগের ৩টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে দুই ধাপে মোট ২৪৩টি উপজেলায় ইউএনও পদে পরিবর্তন আনা হলো।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে। কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওইদিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদেও রদবদল করা হয়েছে।