Image description
উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) যেসব কর্মকর্তা দুর্নীতির তদন্তে সম্পৃক্ত, আলাদা করে তাদের সম্পদের হিসাব দিতে হবে। পাশাপাশি দুদকের কাজের প্রতিবেদন এখন থেকে ছয় মাস পরপর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এমন বিধান রেখে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশসহ চারটি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। এদিন বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় তিনি জানান, সম্প্রতি বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করছে সরকার।

প্রেস সচিব বলেন, দুর্নীতি কমিয়ে আনতে দুদককে আরও শক্তিশালী করতে সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছিল। ওই কমিশন বেশ কিছু সুপারিশ দেয়। তার ভিত্তিতে দুদক আইন সংশোধন অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, এখন দুর্নীতি দমন কমিশন হবে পাঁচ সদস্যের। এদের মধ্যে একজন তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ ব্যক্তি থাকবেন। কারণ দেশ যত ক্যাশলেস হচ্ছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধ তত বাড়ছে। এছাড়া একজন নারী সদস্য থাকবেন। তবে সংস্কার কমিশনের করা ‘বাছাই কমিটি’ গঠনের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। যদিও এই কমিটি গঠনের প্রস্তাব খসড়া আইনে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে মানব পাচার হয়। অনেক মানুষকে বুঝিয়ে টাকা-পয়সা নিয়ে পাচার করা হয়ে থাকে। লিবিয়াতে অনেক পাচার হয়েছে। আবার অঙ্গপ্রত্যঙ্গ ব্যবসার জন্যও মানুষকে পাচার করা হয়। মহিলা ও শিশু পাচার হয়। অনেক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও মানবপাচার করা হয়। ঘটনা ধরা পড়ার পর ভুক্তভোগীকে আপোষ করতে চাপ দেওয়া হয়। আইনের মাধ্যমে এ ধরনের অপরাধ বন্ধ ও ভুক্তভোগীদের বিচার পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউক আইনে খেলার মাঠ বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, এছাড়া এখন গ্রাম পর্যায়েও চার-পাঁচ তলা বাড়ি নির্মাণ করা হচ্ছে। দেশে ভূমিকম্প হচ্ছে। অগ্নিদুর্ঘটনাও প্রায়ই দেখা যাচ্ছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে সারা দেশে ইমারত নির্মাণ অনুমোদন দেওয়ার কাজ করবে এমন একটি স্বতন্ত্র সংস্থা স্থাপন করা যায় কি না তা পর্যালোচনা করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি রাজউকের আওতাধীন এলাকায় কোনো ভবন নির্মাণের অনুমোদন ইউনিয়ন পরিষদ থেকে দিতে পারবে না। বিমান দুর্ঘটনাকবলিত মাইলস্টোন স্কুলের ভবন নির্মাণের অনুমোদন একটি ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়েছিল। রাজউকের নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করলে আইনে তার দণ্ড রাখার ব্যবস্থা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা বাউলদের ওপর হামলা করেছে, তাদের খুব দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায় হামলা হয়েছে, সেসব জায়গায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সাংবাদিকরা দ্রুত এর ফলাফল জানতে পারবেন।

রোহিঙ্গাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক এজেন্ডায় ফিরিয়ে এনেছে। যা আগের শাসনামলে প্রায় ‘ভুলে যাওয়া’ বিষয় হয়ে গিয়েছিল। তিনি বলেন, বর্তমান সরকার এ বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে দৃঢ় প্রচেষ্টা চালিয়েছে এবং সফলও হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, পূর্ববর্তী স্বৈরশাসক প্রকৃত কাজের পরিবর্তে তার ‘মাদার অব হিউম্যানিটি’ ইমেজ বিক্রি করার চেষ্টা করেছিলেন। আর অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা বিষয় সরাসরি দেখভাল করার জন্য ড. খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ করেছে। এসব প্রচেষ্টার কারণে এখন সমগ্র বিশ্ব রোহিঙ্গা সংকট সম্পর্কে সচেতন। আশা করি, আগামীতে ইতিবাচক ফলাফল আসবে।