ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে কয়েকটি কাপড়ের দোকান। আগুনের তীব্রতা কম থাকায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে চার তলা ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা কাপড়ের দোকানে আগুন লাগে।
সাভারের ট্যানারি ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর আহমেদ জানান, আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরে রাত ১টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের দোকান ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা কোনও একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার ও একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আগুনে বড় কোনও ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।