Image description
 

নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর, চারটি গরু ও হাঁস–মুরগিসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার সময় উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা দমকল সদস্যরা আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনার নানা চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তেই পুড়ে ছারখার হয়ে যায়।

স্থানীয়রা জানান, উপজেলার পারশিমুলিয়ার বাসিন্দা রকিম উদ্দিন তার মশার উৎপাত থেকে রক্ষা পেতে গোয়ালঘরে ‘সাজাল’ বা ধোঁয়া দেওয়ার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশের বাড়ির বাসিন্দা রফিকুলের বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা চারটি গরু ও হাঁস–মুরগি পুড়ে মারা যায়। সাথে গৃহস্থালির আসবাবপত্র, শস্যদানা ও মূল্যবান জিনিসপত্র দগ্ধ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের ধারণা, এতে প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে দমকল সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই সবকিছু পুড়ে নষ্ট হয়ে যায়।

শীর্ষনিউজ