Image description

অ্যাডলফ হিটলারের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আলোড়ন চলছে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ায়। দেশটির স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন এক প্রার্থী; যার নামের সাথে মিল রয়েছে নাৎসি আমলের জার্মান একনায়ক হিটলারের। আঞ্চলিক কাউন্সিলর নির্বাচনে চতুর্থবারের মতো অংশ নিচ্ছেন তিনি। স্থানীয়ভাবে জনপ্রিয় এই নেতা এর আগেও তিনবার জয় পেয়েছেন। জার্মান স্বৈরশাসকের সাথে নামের মিল থাকায় বিব্রতকর অবস্থাতেও পড়তে হয় তাকে।  মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

তবে, তিনবার জয়ী এই কাউন্সিলরের পুরো নাম 'অ্যাডলফ হিটলার উনোনা'। কিন্তু স্থানীয়দের কাছে পরিচিত 'কাউন্সিলর অ্যাডলফ হিটলার' নামেই। ৫৯ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরেই নামিবিয়ার স্থানীয় রাজনীতির সাথে জড়িত।

নামিবিয়ার বামপন্থী দল সোয়াপো'র সদস্য অ্যাডলফ হিটলার উনোনা। দেশটির ওশানা অঞ্চলের ওমপুন্ডজা এলাকার কাউন্সিলর হিসেবে কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। নামিবিয়ার জনসাধারণের আস্থাভাজন হলেও, প্রায়ই তাকে বিব্রত হতে হয় তার নাম নিয়ে। জানান, নাৎসি নেতার ভয়াবহ মতাদর্শের সম্পূর্ণ বিপরীতে তার অবস্থান। 

নামিবিয়ার নির্বাচন কমিশনের পূর্বাভাস অনুযায়ী, এ দফায় ৪র্থ বারের মতো দাড়িয়েও জয়ের খুব কাছাকাছি আছেন, কাউন্সিলর এডলফ হিটলার।