নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নে শাহ সোলেমান ওরফে লেংটা বাবার ওরশ ও বার্ষিক মেলার আয়োজনকে কেন্দ্র করে আবারও চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত বছরের মতো এবারও ওরশ বন্ধের দাবিতে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এবং স্থানীয় আলেম-উলামাগণ কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় আলেম-উলামাগণ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং ফতুল্লা থানার অফিসার ইনচার্জের কাছে (ওসি) স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে তারা লেংটার ওরশের নামে চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জোর দাবি জানান এবং আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শাহ সোলাইমান রহঃ ও সকল কবরবাসীর মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজনের বিষয়ে জেলা প্রশাসককে অবগত করেন।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, লেংটার মাজারে ওরশের নামে আয়োজিত এই প্রোগ্রামে ইসলাম-বিরোধী কার্যক্রম, মাদকদ্রব্যের অবাধ ব্যবহার এবং অসামাজিক কর্মকাণ্ড চলে, যা স্থানীয় সামাজিক ও ধর্মীয় পরিবেশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
ওরশকে কেন্দ্র করে বাউল গান ও উন্মুক্ত মেলার নামে যে কার্যক্রম চলে, তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ গর্হিত। আমরা কোনোভাবেই আমাদের এলাকায় এমন অশ্লীলতা চলতে দিতে পারব না।
বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন— কাশীপুর হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি মাহমুদ হাসান কাসেমী, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, মুফতি মাহফুজুর রহমান, মুফতি ইব্রাহীম খলিল, মাওলানা আমীর হামজা, হাজী আনোয়ার হোসাইন, মোশাররফ হোসাইন বেপারী, হাফেজ কফিল উদ্দিন, আল আমিন, দ্বীন ইসলাম রনি, হাফেজ মুহাম্মদ সিফাত প্রমুখ।