মধ্যপ্রাচ্যর সৌদি আরবসহ বিশ্বব্যাপী প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন জানিয়েছে বিএনপি। কারণ, সৌদি আরবে প্রায় ৩৭ লাখ প্রবাসী বাংলাদেশী থাকে। বিএনপি চায়, কোনভাবেই যেন প্রবাসীরা ভোটাধিকার বঞ্চিত না হন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের ভোটার করার ব্যাপারে প্রথম দাবি তুলে ছিল বিএনপি। ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন রকম খালেদা জিয়া ঘোষিত ভিষণ ২০৩০ ও পরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলা হয়।
নজরুল ইসলাম খান আরও বলেন, প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি পাসপোর্টও পরিচিতি হিসেবে ব্যবহার করা যায়। কারণ সবার কাছে জাতীয় পরিচয়পত্র নেই। তবে যারা প্রবাসে আছেন তাদের কাছে অবশ্যই পাসপোর্ট রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বিএনপি'র এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে কথা দিয়েছেন।
আজকের বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
শীর্ষনিউজ