Image description

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, মিডিয়াতে যে লড়াইটা আমি করছি সেটা আপনাদের জন্যই করছি। আমি মিডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করছি। এখানে নতুন করে বলার কিছুই নাই। দাউদকান্দির সন্তান হিসেবে আপনারা আমাকে পাশে পাবেন এবং আপনারা নিশ্চই আমার পাশে থাকবেন। আমি বাংলাদেশের স্বাধীনতা ও মিডিয়ার স্বাধীনতার জন্য যে লড়াইটা করছি সেটা যেন করে যেতে পারি, আপনারা দোয়া করবেন। আপনাদেরকে সাথে নিয়ে যেন এ লড়াইটা করতে পারি। লড়াইটা যেন চালিয়ে যেতে পারি। বুধবার দাউদকান্দি উপজেলা পাঠক মেলার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি আমার বাবার কবর জিয়ারত করতে এসেছি। আমার মা দীর্ঘ দিন আপনাদের এলাকায় শিক্ষকতা করেছেন। হাসানপুর কলেজে উনার অনেক ছাত্র-ছাত্রী আছে। সেই খাতিরে দাউদকান্দি আমার নিজের জায়গা।

স্বল্প সময়ের মধ্যেই আপনারা যে আয়োজন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাঠকমেলা দাউদকান্দি উপজেলার কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন আমার জন্য।

পাঠক মেলার সভাশেষে দাউদকান্দি প্রেস ক্লাব ও দাউদকান্দি দৌলতপুর ইউনিয়ন উনার গ্রামের বাড়ি ভাউরিয়ায় বাবা, দাদাও দাদীর কবর জিয়ারত করেন। দাউদকান্দি এলাকায় প্রবেশ করার সময় শতাধিক মটরসাইকেল নিয়ে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে স্বাগত জানান স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের পরিচালক সাকিল আহমেদ, দৈনিক আমার দেশ সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান, প্রফেসর আব্দুর রশিদ, দৈনিক আমার দেশ কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান ও দাউদকান্দি উপজেলা প্রতিনিধি এম এইচ মোহন, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, তিতাস প্রতিনিধি জুয়েল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পাঠকমেলা দাউদকান্দি উপজেলা সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক তৌফিক রুবেল ।