Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ও দিনে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও  মো. রাজন (১৯)।

ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ব্যাপারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলে জানিয়েছেন অতিরিক্তি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

গত বৃহস্পতিবার ভোর রাতে নগরীর ঢোলাদিয়া এলাকায় ডাকসু নেত্রী রাফিয়ার বাসভবনের ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে।