চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলীয় প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন দলটির চার নেতা ও দলীয় মনোনয়প্রত্যাশী। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্যাডে কেন্দ্রীয় কার্যালয়ে এ চিঠি পাঠানো হয় বলে জানা গেছে। চিঠিতে চার মনোনয়ন প্রত্যাশী বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন।
চিঠিতে স্বাক্ষর করা বিএনপির এই চার নেতা হচ্ছেন পটিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিচ মিয়া এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম নেছার ও সাইফুদ্দিন সালাম মিঠু।
পটিয়া আসনের বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে এনামুল হককে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের একটি কারখানা থেকে এস আলম গ্রুপের বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি কারখানা থেকে একের পর এক দামি গাড়ি বের হচ্ছে। সেখানে কয়েকজন ব্যক্তি তা তদারক করছেন।
জানা যায়, বিএনপির মনোনয়নপ্রাপ্ত এনামুল হক এনাম তখন নিজে দাঁড়িয়ে সেই গাড়ি বের হতে সহায়তা করেন। এরই প্রেক্ষিতে এনামুল হক এনামসহ তিনজন নেতার সদস্যপদ স্থগিত করে বিএনপি। তবে পরবর্তীতে স্থগিত হওয়া তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
দলীয় প্রার্থী পুনর্বিবেচনা চেয়ে চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কারণে পটিয়া আসনটি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। সেই প্রার্থীর সঙ্গে যাঁরা রয়েছেন তাঁদের অনেকেই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। এটি পত্র-পত্রিকায় এসেছে যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
তিনি আরও বলেন, নানা বিতর্কের কারণে আমরা চারজন মনোনয়ন প্রত্যাশী একত্রিত হয়ে দলীয় প্রধানের কাছে আবেদন করেছি। আমাদের বিশ্বাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিতর্কিত ব্যক্তির পরিবর্তে যোগ্যতম ব্যক্তিকেই মনোনয়ন দিবেন। আমরা সেই ব্যক্তির পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ধানের শীষের বিজয় তুলে নিয়ে আসতে পারব।