মালয়েশিয়ার পর্যটনসমৃদ্ধ ক্যামেরুন হাইল্যান্ড এলাকায় বড় ধরনের অভিবাসন বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার এই অভিযানে ইমিগ্রেশনের ৫৪৭ সদস্য অংশ নেন। ব্যবসায়িক এলাকা, নির্মাণ প্রকল্প, সবজি চাষের খামারসহ চারটি ভিন্ন জোনে অভিযান পরিচালিত হয়।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানায়, অভিযানের সময় অনেকেই সবজি বাছাই ও প্যাকেটিংয়ে ব্যস্ত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের না পাওয়ায় পালানোর সুযোগ পাননি বেশিরভাগ ব্যক্তি।
ইমিগ্রেশন প্রধান দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর প্রায় এক মাস ধরে এ অভিযান পরিকল্পনা করা হয়। গোয়েন্দা তথ্যেও নিশ্চিত হওয়া যায় যে, ক্যামেরুন হাইল্যান্ড ও আশপাশের এলাকা দিন দিন অভিবাসন প্রত্যাশীদের প্রধান কর্মস্থলে পরিণত হচ্ছিল।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে বিদেশি শ্রমিকের সংখ্যা বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযানে মোট ১,৮৮৬ জনের নথি যাচাই করা হয়, এর মধ্যে ৪৬৮ জনকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধে—যেমন মেয়াদোত্তীর্ণ পাস, বৈধ কাগজপত্র না থাকা, কিংবা সন্দেহজনক অস্থায়ী কাজের ভিজিট পাস প্রদর্শন করা।
আটকদের মধ্যে রয়েছেন, মিয়ানমার: ১৭৫, বাংলাদেশ: ১৭৪, ইন্দোনেশিয়া: ৬৭, নেপাল: ২০, পাকিস্তান: ১৬।