এক নবজাতকের কান্নার শব্দে ‘আল্লাহ, আল্লাহ’ ডাক শোনা যাচ্ছে- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১৩ নভেম্বর যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ছেলে শিশুটির জন্ম হয়।
তার জন্মের তিন দিন পর প্রায় দুই মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া শিশুটি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আরিচপুর গ্রামের আল মামুন ও মোমেনা খাতুন দম্পতির প্রথম সন্তান। তার নাম রাখা হয়েছে তৌকির আহমেদ। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
মঙ্গলবার শিশুটির খোঁজ নিতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
কয়েক বছর আগে শিশুটির পিতা আল মামুনের দুটি কিডনি নষ্ট হয়ে যায়। তার মায়ের দেওয়া একটি কিডনিতে তিনি বেঁচে আছেন। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে কিডনি প্রতিস্থাপন করায় আর্থিক সংকটে রয়েছে পরিবারটি। স্বল্প বেতনে চাকরি করেন শিশুটির পিতা।
জানা যায়, গত ১৩ নভেম্বর যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে গর্ভবতী মোমেনা খাতুনকে ভর্তি করা হয়। ওই রাতে ডা. সোনিয়া শারমিন তার অস্ত্রোপচার করেন। জন্মের সঙ্গে সঙ্গেই শিশুটি ‘আল্লাহ, আল্লাহ’ চিৎকার করতে থাকেন। এ ঘটনায় অস্ত্রোপচার কক্ষে দায়িত্বরত চিকিৎসক ও সেবিকারা অবাক হন।
রোববার (১৬ নভেম্বর) শিশুর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এখন মানুষের মুখে মুখে।
জানতে চাইলে শিশুটির পিতা আল মামুন বলেন, তার ছেলেসন্তান সুস্থ আছে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় অনেকেই তার কাছে জানতে চাইছেন শিশুটি কেমন আছে। সবার কাছে ছেলের জন্য দোয়া চাই।
তিনি আরও বলেন, কয়েক বছর আগে আমার দুটি কিডনি নষ্ট হয়ে যায়। ২০২১ সালে আমার মায়ের দেওয়া একটা কিডনি প্রতিস্থাপন করে বেঁচে আছি। আমার চিকিৎসায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। জমি জায়গা বিক্রি ও এলাকার মানুষের সহযোগিতায় চিকিৎসা করিয়েছি। ২০২৫ সালের জানুয়ারি মাসে বিয়ে করেছি। একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে চাকরি করি। সেখানে মাসে ৮ হাজার টাকা বেতন পাই। বেতনের টাকায় আমার ওষুধ কিনতে হয়। আমাদের অভাবের সংসার। আর্থিক সংকটে কোনোরকমে চলছে আমাদের সংসার।
এ বিষয়ে ক্লিনিকটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম জানান, সদ্য-ভূমিষ্ঠ শিশুর কান্নার মধ্যে ‘আল্লাহ, আল্লাহ’ ডাক যেন অলৌকিক ঘটনা। আল্লাহ শিশুটিকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ ও মাওলানা আব্দুল গনি খান জানান, ভিডিওতে শিশুটির কান্নার আওয়াজের মাঝে স্পষ্টভাবে ‘আল্লাহ, আল্লাহ’ ডাক শোনা যাচ্ছে। মহান আল্লাহ সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। তার পক্ষে সব কিছু সম্ভব।