Image description

বরগুনা-৩ (বরগুনা-আমতলী-তালতলী) আসনের সাবেক এমপি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান তালুকদার আর নেই। 

 

তিনি সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মতিয়ার রহমান তালুকদার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বরগুনা -২ আসনের সাবেক এমপি নূরুল ইসলাম মণি এবং বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা।